কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিশেষ অভিযানে ইউপি আওয়ামী লীগ সভাপতি মুকুল চেয়ারম্যান কে গ্রেপ্তার করেছে নাগেশ্বরী থানা পুলিশ। তিনি নাগেশ্বরী উপজেলার নেওয়াশি ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন।পুলিশ সূত্রে জানা যায়,রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নাগেশ্বরীর নেওয়াশি বাজার থেকে নেওয়াশি ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাহাফুজুর রহমান মুকুল(৫৩) কে গ্রেফতার করে।নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, নাগেশ্বরী থানায় দায়ের করা ১/২/২৫ নম্বর মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
মন্তব্য