জেলা প্রতিনিধি নড়াইল>>> নড়াইলের নড়াগাতি থানা মহাজন গ্রামের মালোপাড়ায় মদপানে দশম শ্রেনীর ছাত্রী পূজা করের মৃত্যু হয়েছে।মংগলবার ১৯ নভেম্বর সকালে তার মৃত্যু হলেও বুধবার দুপুরে বিষয়টি জানাজানি হয়।মৃত পুজা কর গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার ভাটিয়াপাড়া গ্রামের ননী বিশ্বাসের মেয়ে।এঘটনায় অপর স্কুল ছাত্রী ত্রীনয়নী বিশ্বাস অসুস্থ অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।ত্রীনয়নী রাজবাড়ী জেলার পাংশা উপজেলার আবাশপুর গ্রামের পলাশ বিশ্বাসের মেয়ে।পারিবারিক সুত্রে জানাগেছে পূজা উপলক্ষে মৃত পূজা কর ও তার খালাতো বোন ত্রীনয়নী মামাবাড়ি মহাজন গ্রামে বেড়াতে আসে।পুজা-পর্বনে তারা দুজনে অতিরিক্ত মদ্যপান করে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক পূজা কর কে মৃত ঘোষনা করেন।অপর ত্রীনয়নীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।এঘটনায় কর্তব্যরত চিকিৎসক ডাঃ খালিদ সাইফুল্লা বেলাল জানান পূজা করকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল।তারপরিবার জানায় “পূজা” অতিরিক্ত মদ্যপান করেছিলো।লাশ ময়নাতদন্ত হলে মৃত্যুর কারন জানা যাবে।অপরদিকে আরএমও আব্দুল্লা আল মামুনের সাথে কথা হলে তিনি বলেন ত্রীনয়নী মদ্যপানের কারনে অসুস্থ হয়েছে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।এঘটনায় লোহাগড়া থানায় অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমান বলেন এবিষয়ে খোঁজখবর নিয়ে আইনগত ব্যাবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য