নিজস্ব প্রতিবেদক>>>-
১৬ ই জুন(শুক্রবার), জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বন্ধুসভার উদ্যোগে বিতর্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা তারিকুল ইসলাম, রিয়াজুল ইসলাম এবং আলোচক হিসেবে ছিলেন বন্ধুসভার কেন্দ্রীয় কমিটির সভাপতি উত্তম রয় এছাড়াও ৩০ জনের ও অধিক শিক্ষার্থী।উপদেষ্টা রিয়াজুল ইসলাম বলেন ছাত্রছাত্রীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা মূলক কাজ কর্মে যুক্ত হওয়া উচিৎ কেননা সহ শিক্ষা, শিক্ষাকে পূর্ণতা দেয়।উত্তম রায় বলেন বিতর্কের মাধ্যমে মানুষ আলোকিত হয়। ভালো মানুষ আর আলোকিত মানুষ এক নয়। ভালো মানুষের দ্বারা সমাজের কল্যাণ নাও হতে পারে কিন্তু আলোকিত মানুষের দ্বারা সমাজে কল্যাণ হয়, উপকার হয়।বিতর্ক হলো এই যে বিতর্ক নতুন চিন্তা, নতুন ভাবনা জন্ম দেয়।বন্ধুসভার বর্তমান সভাপতি মেহেদী হাসান পল্লব স্বাগত বক্তব্যে বন্ধুসভার সদস্যদের আরো বশি সক্রিয় হওয়ার আহবান জানান একই সাথে Skills up 1.0 এর উদ্বোধন করেন। Skills up 1.0 হলো মূলত বন্ধুসভার সদস্যদের দক্ষতা উন্নয়নের জন্য একটি মেঘা ইভেন্ট যার মাঝে রয়েছে Microsoft accell, কনটেন্ট রাইটিং, পাবলিক স্পিকিং, সিভি রাইটিং, ভিডিও এডিটিং ইত্যাদি।সমাপনী বক্তব্যে সাধারণ সম্পাদক তকিব হাসান বলেন বন্ধুদের আত্ম উন্নয়নের জন্য বন্ধুসভা কাজ করছে এবং করে যাবে। বন্ধুদের লেখালেখিতে দক্ষতা বৃদ্ধির জন্য লেখালেখির উপর এবং সংবাদ মাধ্যম ও সাংবাদিকতার উপর কর্মশালার আয়োজন করবেন।সাধারণ শিক্ষার্থীরা কর্মশালাটি উপভোগ করেন এবং একই সাথে তারা এ ধরনের আরো বেশি বেশি কর্মশালা চায় বিশেষকরে যেগুলো তাদের দক্ষতা উন্নয়নে কাজে লাগবে সেই ধরনের কর্মশালা চান।
মন্তব্য