স্টাফ রিপোটার>>> নওগাঁ জেলার অদূরে আত্রাই উপজেলার নিকটবর্তী ০২ নং ভোঁপাড়া ইউনিয়নের জামগ্রামে।খোঁজ নিয়ে জানা যায় গতকাল (২৩ সেপ্টেম্বর) রাতে ঘুমন্ত স্বামীর হাত-পা বেঁধে মুখে সুপার গ্লু আঠা দিয়ে ছুরিকাঘাতে হত্যা চেষ্টা চালায় স্ত্রী।স্ত্রীর ছুরিকাঘাতে আহত যুবকের নাম মো. আব্দুর রাজ্জাক (২৮),পিতা মৃত আক্কাস আলী প্রামাণিক।আহত যুবকের স্ত্রীর নাম মোছা. রিতু আক্তার (২০)।আহত রাজ্জাকেরপ্রতিবেশীদের সাথে কথা বলে জানা যায়,তাদের বিয়ে হয়েছে আনুমানিক মাত্র ২ মাস হয়।তাদের সম্পর্ক বেশ ভালোই ছিলো।আজ রাতে ১২/১ নাগাদ হঠাৎ তাদের ডাক চিৎকারের ওয়াজ ভেসে আসে,তখনই ছুটে এসে দেখি রক্তাক্ত অবস্থা।আমরা অতিদ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য ভর্তি করাই।আত্রাই থানার তদন্ত অফিসার(ওসি) মো:শাহাবুদ্দিনের সাথে কথা বলা হলে উনি জানান,ঘটনাটি আমি শুনেছি।তবে এখনো কেউ এই বিষয়ে থানায় লিখত অভিযোগ করেননি যদি আমরা লিখিত অভিযোগ পাই তাহলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করবো।
মন্তব্য