শাহিনুর রহমান আকাশ ভ্রাম্যমাণ প্রতিনিধি>>পটুয়াখালীর মোঃ চুন্নু মুন্সির গোয়ালঘরে আগুন দিয়ে ৬টি গরুসহ প্রাণ গেল প্রায় ৫০ থেকে -৬০টি হাঁস মুরগির যার বাজার মূল্য প্রায় ১০ লাখ টাক গত বুধবার (১৪ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বগা ইউনিয়নের চন্দনবাড়িয়া গ্রামের ৮নম্বর ওয়ার্ডের করিম মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটেছে।গরুর মালিক চুন্নু মুন্সি জানান, তার গোয়লঘরে মোট ৮ টি গরু ও ৫০-থেকে ৬০টি হাঁস মুরগি ছিল। প্রতি দিনের মত তিনি গরু ও হাঁস মুরগি কে খাবার দিয়ে নিজ ঘরে ঘুমাতে জান। রাত আড়াইটার দিকে তার চাচাতো ভাই ওহাব মুন্সী (৬৫) প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হলে গোয়ালেঘরে আগুন দেখতে পান তখন তার চিৎকার চেঁচামেচিতে বাড়ির লোকজন এসে আগুন নিভানোর চেষ্টা করেন।ততক্ষণে গোয়ালঘরটি পুড়ে ছাই হয়ে যায়। আগুনের তীব্রতায় ২টি গরু রশি ছিড়ে গোয়াল ঘর থেকে বেড়িয়ে গেলেও দুইটি বলদ, দুইটি গাভী ও দুইটি বাচ্চা গরু সহ গোয়াল ঘরে থাকা হাঁস-মুরগি আগুনে পুড়ে মারা যায়। তিনি বলেন গরু গুলোর মূল্য প্রায় ৮ থেকে ৯ লাখ টাকা। এবং হাঁস-মুরগি ও গোয়াল ঘর সহ ১ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তবে এ ঘটনায় তিনি কাউকে সন্দেহ করছেন না।বগা ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এটি একটি দুঃখজনক এবং মর্মান্তিক ঘটনা। বোবা প্রাণির সাথে কেউ এ রকম শত্রুতা করতে পারে আমরা স্বপ্নেও ভাবতে পারিনি তবে বাউফল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আরিচুল হক বলেন, আমি ঘটনাটি শুনেছি। বগা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত কেন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য