মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী
মহানগর, রংপুর।
তারিখঃ ০১ মে ২০২৪ খ্রিঃ
মনের ঘরে বসত করছি
দূর হতে বন্ধু তোমায় দেখি
মানুষ চেনা বড় দায় লোকালয়ে
এই আমার অভিজ্ঞতা অর্জন হয়।
পৃথীবিতে আজকাল স্বার্থ ছাড়া
কেউ কারো আপন নয় এটা জানি
আমার উপর রাগ অভিমানে ভারী
ইচ্ছে করে তোমার সাথে দেখা করি।
প্রকৃতির বৈচিত্র্যময় পরিবেশে
চলে এসো বন্ধু একদিন গল্প করি
নিয়ম মেনে কথা বলতে চেষ্টা করি
তোমার আসতে কেনো এতো দেরি।
আমার কথা তোমার নেই মনে
আমি তোমার বন্ধু হবো কোন কালে
আপন মনে করে বুকে নিও মোরে তুলি
ফেসবুকে বন্ধু শুধু তোমার দেখি ছবি।
মন্তব্য