আরিফা আক্তার
তোমাকে খুঁজেছি কতো
জোছনা মাখা রাতে,
তোমাকে খুঁজেছি কতো
রাঙা প্রভাতে।
তোমাকে খুঁজেছি কতো
ঝাঁক বাধা পাখিদের ভীড়ে,
তোমাকে খুঁজেছি কতো
সুরমা নদীর তীরে।
তোমাকে খুঁজেছি কতো
পাহাড়ের ঝর্না ধারায়,
তোমাকে খুঁজেছি কতো
বাগানের কৃষ্ণচূড়ায়।
তোমাকে খুঁজেছি কতো
পদ্মফুলের বিলে,
তোমাকে খুঁজেছি কতো
প্রজাপতিদের দলে।
তোমাকে খুঁজেছি কতো
বিকেলের নির্মল হাওয়ায়,
তুমি কি আসবে ফিরে
আমার হৃদয় আঙিনায়।
মন্তব্য