আব্দুল্লাহ জামালপুর সদর প্রতিনিধি>>> তীব্র গরমে জামালপুরে খেটে খাওয়া সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে জামালপুর পৌরসভা।তীব্র দাবদাহে জীবন যখন বিপর্যস্ত। ঠিক তখন সুপেয় পানির ব্যবস্থা করেছে জামালপুর পৌরসভা।শনিবার (২৭এপ্রিল)সকালে সুপেয় পানি বিতরণ এর শুভ উদ্বোধন করেন জামালপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু।জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু বলেন, প্রচণ্ড গরমে যখন জনজীবন বিপর্যস্ত তখন জামালপুর পৌরসভার পক্ষ থেকে পৌরসভার ১১ টি স্থানে অসহায় ও শ্রমজীবী মানুষের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে।তাপদাহ যতদিন থাকবে,ততদিন আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।এসময় জামালপুর পৌরসভার কাউন্সিলর,সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য