আবুহায়াত আহমেদ (তাহিরপুর)>>> সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত এলাকা থেকে একটি দূরপাল্লার শ্যুটিং রাইফেলসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শুক্রবার দুপুর ১২ টার দিকে টেকেরঘাট পুলিশ ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে উপজেলার বড়ছড়া সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে।গ্রেপ্তার তিন ব্যক্তি হলেন,জালাল মিয়া,রাসেল মিয়া ও রাজু আহমদ।তারা তিনজনই উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বড়ছড়া গ্রামের বাসিন্দা।সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) রাত সাড়ে ৯টার দিকে এক প্রেস ব্রিফিং এ জানিয়েছেন,গোপন সংবাদ পেয়ে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বড়ছড়া এলাকার বাংলাদেশ সীমান্তের ৬০০ গজ অভ্যন্তরে একটি পরিত্যক্ত কয়লা ডিপোতে অভিযান চালায় পুলিশ-বিজিবির একটি যৌথ দল।এসময় ঘটনাস্থল থেকে একটি দূরপাল্লার শ্যুটিং রাইফেলসহ তিন যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হোন তাঁরা।আসামীদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানান, বড়ছড়া এলাকার বাসিন্দা নাজমুল হোসেন গতকাল বৃহস্পতিবার এই তিন আসামির নিকট আগ্নেয়াস্ত্রটি রেখে যান।এবং বলা হয় ওই আগ্নেয়াস্ত্রটি দিয়ে সীমান্ত এলাকায় জনমনে ভয়ভীতি দেখানোসহ বিভিন্ন সন্ত্রাসমূলক কাজে ব্যবহার করা হবে।সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক গাজী মুহাস্মদ সালাউদ্দিন জানিয়েছেন, আগ্নেয়াস্ত্রটির সরবরাহকারী পলাতক আসামি নাজমুল হোসেনকে গ্রেপ্তার করতে বিজিবির জোর অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য