তাহিরপুর প্রতিনিধি>>> তাহিরপুরে দুই গরুসহ এক চোরকে আটক করেছে এলাকাবাসী।আটককৃত চোরের নাম জুবায়েল (২৮)। সে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের কালা শ্রীপুর গ্রামের আব্দুল বাছিতের ছেলে।বুধবার বিকাল ৩টায় উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়নের পালইর হাওরে এই ঘটনা ঘটেছে।উত্তর শ্রীপুর ইউনিয়নের ছিলানি তাহিরপুর গ্রামের আরিফ মিয়া জানান,পালইর হাওরের বনের ভিতর দিয়ে ২টি গরু নিয়ে যাচ্ছিল জুবায়েল।এ সময় গ্রামের রাখালদের সন্দেহ হলে তাকে আটক করে ছিলানি তাহিরপুর গ্রামের নিয়ে যায়।গ্রামবাসীর পক্ষে তিনি,নূর উদ্দিন,নুর ইসলাম ও আব্দুল আলিম সহ তাদের জিজ্ঞাসাবাদে সন্দেহ হলে তারা তাহিরপুর থানায় ফোন দেন এবং গরুসহ তাকে আটক করে রাখে।পার্শ্ববর্তী গোলাবাড়ি গ্রামের খসরুল আলম বলেন, জুবায়েলকে জিজ্ঞাসাবাদের পর সে তাকে জানায়- শ্রীপুর উত্তর ইউনিয়নের মন্দিয়াতা গ্রামের শাহ আলমগীর দুটি গরু জুবায়েলের নিকট হস্থান্তর করেছে।তিনি আরও জানান, এলাকাতে জুবায়েলের বিরুদ্ধে অনেক চুরির অভিযোগ রয়েছে।শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হায়দার বলেন,চুরির ২টি গরু মন্দিয়াতা গ্রামের শাহ আলমগীর জুবায়েলের নিকট হস্থান্তর করেছে বলে তিনি জেনেছেন। গরুগুলি তার নিকট নিয়ে আসতে গ্রামবাসী বলেছেন বলে তিনি জানান।শাহ আলমগীরের বিরুদ্ধেও নানান অভিযোগ এলাকাতে রয়েছে বলেও তিনি জানান।তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. নাজিম উদ্দিন এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,এলাকাবাসী গরুসহ চোরকে আটক করে তাঁকে ফোনে জানিয়েছে।ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে তিনি জানান।
মন্তব্য