৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ |
শিরোনাম:
ওয়ান শুটার পাইপগানসহ ওয়েল্ডিং মিস্ত্রিকে আটক করেছেন কোস্ট গার্ড কলমাকান্দায় ভারতীয় মদসহ ৭ যুবক আটক পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর থানায় মামলা। কিশােরগঞ্জে কিসামত বদি  উচ্চ বিদ্যালয়ের বেঞ্চ চুরির ঘটনায় সভাপতি আটক গৃহকরখেলাপিদের তালিকা করতে বললেন মেয়র শাহাদাত দেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা থাকলে গণতন্ত্র থাকতো লালমনিরহাটে ১ম রংপুর বিভাগীয় সোতোকান কারাতে প্রতিযোগিতা-২০২৪ উদ্বোধন অনুষ্ঠিত লোহাগড়ায় ৮নং ওয়ার্ড পৌর বিএনপির কার্যালয় উদ্বোধন লালমনিরহাটে বিদ্যুৎপৃষ্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু। হাটহাজারী মেখলে জবরদখলকারী ভূমি দস্যুদের বিরোদ্ধে সাইফুল গং-এর সংবাদ সম্মেলন
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> রাজশাহী
  • তানোরে রাস্তার ধারের সরকারী জায়গার নয়নজলি ভরাটের অভিযোগ
  • তানোরে রাস্তার ধারের সরকারী জায়গার নয়নজলি ভরাটের অভিযোগ

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    <img <img

    সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি>>> রাজশাহীর তানোরে রাস্তার ধারের সরকারী জায়গার নয়নজলি উপর কালভাট না করে অবৈধ ভাবে বালি দিয়ে জলাশয় ভরাটের অভিযোগ পাওয়া গেছে।ফলে জলাবদ্ধতায় পড়ে ডুবে যাবে নাইস গার্ডেন ও তার পার্শ্বের রাইফেলস ক্লাবের জায়গা।এঘটনায় প্রতিকার চেয়ে গত রোববার নাইস গার্ডেনের ম্যানেজার মতিউর রহমান বাদি হয়ে গাগরন্দ চকপাড়া গ্রামের মৃত আনসার আলীর পুত্র মিজানুর রহমান ও তার ভাই রবিউল ইসলামের বিরুদ্ধে তানোর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগের অনুলিপি রাজশাহী জেলা প্রশাসক,তানোর সহকারী কমিশনার ভুমি ও তানোর থানায় প্রদান করা হয়েছে।অভিযোগ,প্রত্যক্ষদর্শি ও সরেজমিন গিয়ে দেখা গেছে, গত রোববার থেকে হঠাৎ করে মিজানুর ও তার ভাই রবিউল তানোর রাজশাহী সড়কের হাড়দহ বিল নামক স্থানে সরকারী জায়গার নয়নজলি দখল করে বালি দিয়ে ভরাট করা শুরু করেছেন।কিন্তু নয়লজলির উপর কোন কালভাট নির্মান করেননি।ফলে বর্ষাকালে পানি বের হতে পারবে না। ফলে জলাবদ্ধতায় নাইস গার্ডেন পানিতে ডুবে যাবে।এবিষয়ে যোগাযোগ করা হলে অভিযুক্ত মিজানুর রহমান বলেন, নয়নজলির পার্শ্বের জলাশয় আমাদের।সেটি ভরাটের জন্য সহকারী কমিশনার ভুমির মৌখিক অনুমতি নিয়ে পালি দিয়ে ভরাট কাজ শুরু করেছি।তিনি বলেন পানি বের হওয়ার জন্য নয়নজলির উপর পাইপ দিবো জানিয়ে সাংবাদিকদের এড়িয়ে যায় তিনি।এবিষয়ে যোগাযোগের তদন্তকারী কর্মকর্তা তানোর থানার এসআই নজরুল ইসলাম বলেন,অভিয়োগ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে ভরাটকাজ বন্ধ করা হয়েছে।তানোর উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব প্রাপ্ত সহকারী কমিশনার ভূমি বলেন কাউকে জলশয় ভরাটের অনুমতি দেয়া হয়নি।তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

    মন্তব্য

    <img class=”alignnone size-full wp-image-29676″ src=”https://bdsangbadpratidin.com/wp-content/uploads/2024/05/IMG_20240503_224849-2.jpg” alt=”” width=”100%” height=”auto” />

    আরও পড়ুন

    You cannot copy content of this page