মোঃ আঃ লতিফ মিয়া সখিপুর( টাঙ্গাইল)প্রতিনিধি>>>
রাজধানী ঢাকার অদূরে সাভারের সিন্দুরিয়ার ইডেন গার্ডেন রিসোর্টে একখন্ড সখিপুর নিয়ে ঢাকাস্থ সখিপুর উপজেলা সমিতির বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত হয়।শুক্রবার (২৩ফেব্রয়ারি)ঢাকাস্থ সখিপুর সমিতির দিনব্যাপী জমজমাট আয়োজনে সখিপুরের গুণীজনদের পদচারণায় মুখর ছিল মিলনমেলা।ঢাকাস্থ সখীপুরের মিলনমেলার বর্ণাঢ্য আয়োজনে আলোকিত গুণী ব্যক্তিত্ব টাঙ্গাইল-১৩৭(বাসাইল-সখিপুর-৮সাংসদ)অনুপম শাজাহান জয় এমপি,সখিপুরের কৃতিসন্তান নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান,ঢাকা রেঞ্জের( রেলওয়ে ক্রাইম)এডিশনাল ডিআইজি তোফায়েল আহমেদ (বাবুল),সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত শিকদার,সখিপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ,সাবেক পৌর মেয়র সানোয়ার হোসেন সজীব,ডাঃ এম এ সামাদ,ডাঃ শাহনাজ বেগম(নাজ)রাজধানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক,বাসাইলের আক্তারুজ্জামান বাবুল (দায়রাজজ)ইন্জিয়ার মোশারফ,আলমগীর ফেরদৌস,ব্যবসায়ী ফারুক হোসেন,সবুর রেজা,ঢাকাস্থ সখিপুর উপজেলা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি শাহ আলম সৈকত,সভাপতি সারোয়ার পারভেজ,সাধারণ সম্পাদক শাহরিয়ার রিপন,সখিপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি শরিফুল ইসলাম,সাধারণ সম্পাদক আঃ লতিফ,যুগ্ম সম্পাদক আহমেদ সাজু প্রমুখ।দিনব্যাপী কর্মসূচি মধ্যে ছিল আলোচনা ও পরিচিত সভা,গুণীজনদের সংবর্ধনা, ক্রীড়া অনুষ্ঠান।এ মিলনমেলা বাস্তবায়ন কমিটির সকলের স্লোগান বেকার মুক্ত সখিপুর চাই। এ স্লোগান বাস্তবায়নে সখিপুরের সফল মানুষদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।উল্লেখ্য:মিলনমেলার আয়োজক কমিটি সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
মন্তব্য