সরদার বাদশা নিজস্ব প্রতিবেদক
খুলনার ডুমুরিয়ায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর আওতায় অধিকার এখানে,এখনই প্রকল্পের আয়োজনে স্কুল শিক্ষার্থীদের নিয়ে ‘কৈশর বান্ধব বিদ্যালয় ক্যাম্পেইন’ সভা অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার বেলা ১১টায় টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় হল রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মতিয়ার রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদেন ব্র্যাকের এরিয়া কো-অর্ডিনেটর মো.জিল্লুর রহমান।ডিওয়াইএম শিখা রানীর সার্বিক ব্যবস্হাপনায় সভায় অন্যানের মধ্যে বক্তব্যদেন ইউপি সদস্য শেখ মহসিন হোসেন,বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক হরি চাঁদ মল্লিক,সহকারি শিক্ষক তাপস কুমার দাস,তাসলিমা খাতুন, মোঃ মিজানুর রহমান,রনজিত মন্ডল,শ্যামল মল্লিক,মোঃ আতাউর রহমান, মোঃ আশরাফ আলী,রাখী অধিকারী প্রমূখ। কৈশর বান্ধব সভায় কুইজ এবং উপস্থিত বক্তৃতার মাধ্যমে প্রকল্পের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য তুলে ধরা হয় এবং বিজয়ীদের পুরস্কার বিতরন করা হয়।
মন্তব্য