মোঃ কাজী আব্দুল্লা হিল আল কাফী
রাইস কুকার আর কারি কুকার
করেছে অনেক সুবিধা,
রান্না বসিয়ে দেখেন টিভি সবাই
তরকারিতে লবণ গাঁথা।
ডিজিটাল যুগের ডিজিটাল বউ
রান্না করেনা চুলায়,
খড়খুটো আর ময়লা ছাই কালি
লাগাবে না যেন গাঁয়।
টিউবওয়েলের পানি নাই ভালো
খায় শুধু ট্যাপের পানি,
ঘুরছে ফিরছে চলছে সারাবেলা
নেই কাহারো অভিমানী।
অল্প কথায় তারা ঝগড়া বাড়ায়
লাফিয়ে ঝগড়া ডাকে,
ঝগড়া করেই ব্যাগ বাঁধিয়ে তারা
বাপের বাড়িতে থাকে।
মন্তব্য