আব্দুল্লাহ জামালপুর সদর প্রতিনিধি >>> জামালপুরে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থলেই পাঁচজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) আনুমানিক সন্ধ্যায় ৬টার দিকে সদর উপজেলার দিগপাইত এলাকার জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ফয়সল আতিক।নিহতরা হলেন,মোঃ আব্দুর রাজ্জাক (৪০) পিতাঃ জয়নাল আবেদিন,বাড়ী সদরের নারায়ণপুর,নূর জাহাঙ্গীর আলম(আলম মেলেটারি) জামালপুর ইপিজেড এলাকা,আরিফুল ইসলাম পিতাঃ মহর উদ্দিন,ফুলবাড়িয়া ময়মনসিংহ, আব্দুল করিম আলাল,পিতাঃ মেদু শেখ,জামালপুর গেইটপাড়,এনাম ফকির পিতাঃ আমজাদ ফকির, নলদাইর সরিষাবাড়ি। এসময় গুরুতরত অবস্থায় একজনকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
মন্তব্য