আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম দক্ষিণ সংবাদদাতা >>>
কক্সবাজারের টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১ লাখ ৫০ হাজার ইয়াবাসহ দুইজন মাদক কারবারীকে আটক করেছে র্যাব।মঙ্গলবার(২৪ ডিসেম্বর)
টেকনাফ শাহপরীর দ্বীপ ইউনিয়নে মাঝেরপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।গ্রেফতারকৃরা হলেন মোঃ মোস্তাক আহম্মদ (২১), কক্সবাজার টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মাঝেরপাড়া ৭ নম্বর ওয়ার্ড এলাকার
আবুল হোসেন’র পুত্র।আবুল হোসন (৫৫),
একই এলাকার মৃত মোছা আকবর’র পুত্র।
র্যাব জানায় ,গোপন সংবাদের ভিত্তিতে। টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় টেকনাফ থানার শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া এলাকায় র্যাবের আভিযানে পরিচালনাকালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং তাদের দুইজন সহযোগী কৌশলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত মাদক কারবারীদ্বয়ের হেফাজতে টাকা সর্বমোট (১ লক্ষ ৫০ হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আজ সকাল ১১ টার দিকে কক্সবাজারে
র্যাব-১৫,অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার)মোঃ কামরুজ্জামান, পিপিএম বিষয়টি নিশ্চিত করে প্রেস বিজ্ঞপ্তিতে জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ও পলাতক মাদক কারবারীরা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসায়ের সাথে জড়িত। মাদকদ্রব্য ইয়াবা টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে নিজেদের হেফাজতে মজুদসহ সুযোগ বুঝে তারা পরস্পর যোগসাজসে ইয়াবার চালান স্থানীয় এলাকায় বিক্রয়ের পাশাপাশি আর্থিকভাবে অধিক লাভবান হওয়ার জন্য কক্সবাজারের অন্যান্য এলাকা ও দেশের বিভিন্ন স্থানে পাচার করতো বলে জানায়।উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে।জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মন্তব্য