মোঃ সোহেল রানা বান্দরবান প্রতিনিধি >>> টানা ভারি বর্ষণের কারণে বান্দরবান শহরের বেশ কিছু নিম্নাঞ্চল জলাবদ্ধতার কবলে পড়েছে। যদিও শহর সংলগ্ন সাঙ্গু নদীর পানির উচ্চতা তুলনামূলকভাবে এখনও নিয়ন্ত্রিত রয়েছে, তবে ধীরে ধীরে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে।বৃষ্টির পানি নদীতে নামার ফলে সাময়িকভাবে কিছু এলাকায় জলাবদ্ধতা কমলেও, নদীর প্রবাহমান পানির স্তর ক্রমাগত ঊর্ধ্বমুখী হচ্ছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, সাঙ্গু নদীর উজানে অবস্থিত ঘন বনাঞ্চলে এখনও ভারি বৃষ্টিপাত চলছে। উজানে এই ধারাবাহিক বৃষ্টিপাতের কারণে নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পেতে পারে, ফলে শহরের নিম্নাঞ্চলগুলো পুনরায় প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে পাহাড় ধসের ঝুঁকিও আশঙ্কাজনকভাবে বেড়েছে।বান্দরবান জেলা প্রশাসন জনগণকে নিরাপদ স্থানে সরে যেতে এবং আশ্রয়কেন্দ্রে অবস্থান নিতে আহ্বান জানিয়েছে। ইতোমধ্যে জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও প্লাবনের খবর পাওয়া গেছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন জরুরি ব্যবস্থা গ্রহণ করছে এবং আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে।
মন্তব্য