সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি>>> বর্ডার গার্ড বাংলাদেশ, জকিগন্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র পৃথক অভিযানে প্রায় কোটি টাকা মূল্যের ভারতীয় পন্য সামগ্রি আটক করা হয়েছে।উক্তো অভিযানে পন্যের পাশাপাশি চোরাকারবারে জড়িত থাকার অপরাধে তিনজনকে আটক করা হয়।গত শনিবার ( ৫ই অক্টোবর) সিলেট জেলার আখালিয়াস্হ ১৯ বিজিবি’র পক্ষ থেকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জৈন্তাপুর উপজেলায় গত তিনদিনে বিভিন্ন বিওপি ক্যাম্পের অভিযানের তথ্যটি নিশ্চিত করা হয়েছে।জকিগন্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সূত্রে জানা যায়, গত ৩রা অক্টোবর পৃথক তিনটি অভিযানে সুরইঘাট ও সোনারখেওর বিওপির বিশেষ টহল দল চাঙ্গিল, চতুল ও মিকিরপাড়া নামক স্হান হইতে মালিকবিহীন অবস্থায় ২৩ শত কেজি ভারতীয় চিনি আটক করে।যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪৫ হাজার টাকা সমপরিমাণ।পরের দিন ৪ঠা অক্টোবর জৈন্তাপুর বিওপির পৃথক দুইটি অভিযানে চাংঙ্গীল ও কমলাবাড়ী হতে মালিক বিহীন অবস্থায় সাড়ে ৩ হাজার কেজি ভারতীয় চিনি ও ৬টি ভারতীয় গরু আটক করা হয়েছে।যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লক্ষ টাকা সমপরিমাণ।দিনের অপর দুইটি অভিযানে লালাখাল বিওপির অন্তর্ভুক্ত শূন্য লাইনের কুফরীর জুম ও ইউনুসের জুম নামক স্হান হইতে মালিক বিহীন ৬ হাজার ৭ শত ২০ প্যাকেট পাতার বিড়ি ও ১৮৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লক্ষ ১২ হাজার টাকার সমপরিমাণ।এ ছাড়াও ৫ই অক্টোবর পৃথক তিনটি অভিযানে দুপুর ২:০০ ঘটিকায় জৈন্তাপুর বিওপির অভিযানে ঘিলাতৈল এলাকা হতে মালিক বিহীন ১৩টি ভারতীয় গরু আটক করা হয়েছে।যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ ২০ হাজার টাকা সমপরিমাণ।দিনের অপর এক অভিযানে চাঙিল নামক স্হান হতে একটি মাইক্রোবাস হতে ৮ হাজার ৯ শত ৬৪ পিস চকলেট ও ডেজার্ট সামগ্রী আটক করে বিজিবি।যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লক্ষ টাকা সমপরিমাণ।দিনের শেষ অভিযানে, সন্ধ্যায় সুরইঘাট বিওপি ও সেনাবাহিনীর যৌথ টহলে হরিপুর বাঘের সড়ক এলাকা হতে ৩২০ বস্তা ভারতীয় চিনি সহ তিনজনকে আটক করা হয়।আটককৃত চিনির আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৪ লক্ষ টাকা সমপরিমাণ।এদিকে গত তিনদিনে পৃথক অভিযানে প্রায় কোটি টাকার পন্য আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ, জকিগন্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল খন্দকার মোঃ আসাদুন্নবি পিএসসি।তিনি বলেন, আটককৃত মালামাল নিকটস্থ শুল্ক গুদামে জমা করা হবে। পাশাপাশি আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।তিনি নিশ্চিত করেন,জকিগন্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতা সহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে এবং অব্যাহত থাকবে।
মন্তব্য