সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি>>> জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ৩৯ বোতল বিদেশি মদ সহ একজনকে আটক করা হয়েছে।আটক হওয়া ব্যাক্তির নাম হারিস উদ্দিন (৩২)। সে নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত কমলাবাড়ী এলাকার মৃত রমিজ উদ্দিনের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়,বৃহস্পতিবার (১০ই অক্টোবর) দুপুর ২:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে কমলাবাড়ী এলাকায় অভিযান চালায় পুলিশ।এ সময় জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক নাইমুল হাসান রুবেলের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স আসামি হারিস উদ্দিনের বাড়ীতে তল্লাশি চালায়।এ সময় তার বসতঘর হতে ম্যাজিক মোমেন্ট ব্রান্ডের ১৫ বোতল ও ম্যাকডোয়েলস ব্রান্ডের ২৪ বোতল বিদেশি মদ সহ তাকে আটক করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান।তিনি জানান উক্তো ঘটনায় পুলিশ বাদী হয়ে ধৃত ব্যাক্তিকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।
মন্তব্য