সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি>>>মহান ২১শে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উপলক্ষে জৈন্তাপুর উপজেলায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।বুধবার রাত ০০:০১ মিনিটে মহান ভাষা আন্দোলনে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ নং নিজপাট ইউনিয়ন পরিষদ চত্বরে স্হাপিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।এ সময় সর্বপ্রথম জৈন্তাপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি সম্মান ও শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো সাজেদুল ইসলাম উপস্থিত ছিলেন।পরে একে একে উপজেলা পরিষদ,জৈন্তাপুর মডেল থানা,উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন, মুক্তিযুদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, তামাবিল হাইওয়ে পুলিশ, উপজেলা আনসার,জৈন্তাপুর প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,পল্লী বিদ্যুত সমিতি,জৈন্তাপুর বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষ, জৈন্তাপুর ফারিয়া,রিকশা শ্রমিক সংগঠন, পাথর শ্রমিক ট্রেড ইউনিয়ন,বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর, নিজপাট ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন সামাজিক,পেশাজীবি,শ্রমিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলামের সঞ্চালনায় এ সময় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফাতেমা তুজ জোহরা সানিয়া,জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম (পিপিএম),নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলি,উপজেলা প্রধান প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ, লাইভস্টক কর্মকতা ডাঃ আবদুল্লাহ আল মাসুূদ,সিনিয়র মৎস কর্মকর্তা অলিউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, সমাজসেবা কর্মকর্তা এ কে আজাদ ভূঁইয়া,মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন,সহকারী শিক্ষা কর্মকর্তা মো জুলহাস, তামাবিল হাইওয়ে পুলিশ ফাঁড়ীর ইনচার্জ মো ইউনুস মিয়া, আনসার কর্মকর্তা নাজমা বেগম,বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের অধ্যক্ষ আবু সুফিয়ান বিলাল,কর্মসংস্থান ব্যাংকের ব্যাবস্হাপক হারুনর রশীদ সহ পুলিশ ও আনসার সদস্যরা।এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, সদস্য আবুল হোসেন, নাজিম আহমেদ,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাজাহান কবির খান,ইউপি সদস্য সেলিম আহমেদ,কামাল আহমেদ,মুক্তিযোদ্ধা সন্তান, শফিকুল ইসলাম,শামিম আহমদ,নাসির উদ্দিন,নজির লস্কর,শাহিদ আহমেদ,আমজাদ মিয়া (পিরসাহেব),সেলিম রানা সহ অন্যান্যরা।
মন্তব্য