সাইফুল ইসলাম বাবু -বিশেষ প্রতিনিধি, সিলেট
জৈন্তাপুর উপজেলার ১ নং নিজপাট ইউনিয়নের ২ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত কমলাবাড়ী মোকামটিলা এলাকায় রোমানা আক্তার (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। রোমানা একই গ্রামের মো লাদেন মিয়ার( ২২) এর স্ত্রী এবং তাদের ৩২ দিন বয়সি এক পুত্র সন্তান নাবিল রয়েছে। পারিবারিক সূত্রে জানা যায় ২০শে জুন মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয় ঘটিকার সময় দরজা বন্ধ অবস্থায় রোমানা ভিতরে ফাঁসি লাগে।পরে পাশের রুমের সানশিট দিয়ে মৃত দেহ দেখতে পেয়ে জৈন্তাপুর মডেল থানায় খবর দেয়া হয়।জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক এসআই রসুলের নেতৃত্বে পুলিশের টিম এসে কমলাবাড়ীর মৃত বিল্লাল মিয়ার বাড়ীতে এসে তার ছোট ছেলে মো লাদেনের স্ত্রীর মরদেহ উদ্ধার করে। লাদেন পেশায় একজন রিকশা চালক ও দিনমজুর। পুলিশ উদ্বারকাজ চলা অবস্থায় রাত আট ঘটিকার সময় মৃত রোমানার বাবা গোয়াইনঘাট উপজেলার আলিরগাও ইউনিয়নের অন্তর্ভুক্ত খলা গ্রামের বাসিন্দা মো মুহিবুর রহমান ও তার পরিবার মৃতের বাড়ীতে উপস্থিত হন।পুলিশ উপস্থিত থাকা অবস্হায় লাদেন কিংবা তার কোন ভাইকে বাড়ীতে উপস্থিত থাকতে দেখা যায় নি। তার ফোনও বন্ধ।
এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো ওমর ফারুক বলেন, রোমানার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হচ্ছে।পরবর্তীতে তার মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করার প্রক্রিয়া চলমান। এই মৃত্যুর পিছনে কোন নাশকতা আছে কিনা তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।
মন্তব্য