সাইফুল ইসলাম বাবু, বিশেষ প্রতিনিধি, সিলেট।
জৈন্তাপুর উপজেলার গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতিসংঘের ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় শিশু-কিশোরদের অংশ গ্রহনে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।২০ মে শনিবার সকালে উপজেলার ফেরীঘাট ক্যাপ্টেন রশিদ ফুটবল মাঠে বেলা ১১ ঘটিকায় এই প্রতিযোগিতা উদ্ধোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার নূর হোসেন, জৈন্তাপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম, ইউনিসেফ বাংলাদেশ ঢাকা ভিএসি কো-অডিনের্টর নুসরাত সুমাইয়া, ইউনিসেফ সিলেটের কর্মকর্তা শফিকুল ইসলাম, পলাশী মজুমদার, এপিসি প্রজেক্ট সিলেট বিভাগীয় কো-অডিনের্টর দেবাশিষ মজুমদার, সুগন্ধা এফসি’র পরিচালক এ টি এম মাসুদ, ক্রীড়া সংগঠক আব্দুল কাইয়ুম, ফয়েজ আহমদ। অনুষ্ঠান উপস্থাপনা করেন ক্রীড়া ধারাভাষ্যকার আব্দুল আহাদ। দিনব্যাপী ক্রীড়া প্রতিয়োগিতা অনুষ্ঠানে ক্রিকেট,ফুটবুল,ভলিবল, ব্যাটমিন্টন ও কাবাডি খেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের শিশু-কিশোর খেলোয়াড়রা অংশ গ্রহন করেন।বিকেল ৫ টায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপা মনি দেবী। এসময় অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ। পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তামাবিল কয়লা চুনাপাথর আমদানি রপ্তানি কারক গ্রুপের সভাপতি এম লিয়াকত আলী। সমাপনী অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ। এসময় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সদস্য কুতুবউদ্দিন, উপজেলা ছাত্রলীগের কর্মী মনসুর আহমেদ, বুরহার উদ্দিন,নিহাল পাল, জালাম উদ্দিন সহ বিভিন্ন ক্লাব ও ক্রীড়া সংগঠনের কিশোর কিশোরী খেলায়ার ও ক্রীড়া সংগঠকবৃন্দ।
মন্তব্য