নূর ই ইলাহী জামালপুর:>>>
তীব্র তাপমাত্রায় স্বপ্ন পুড়ছে হাঁস খামারিদের। হিটস্ট্রোক রোগে মারা যাচ্ছে হাঁস। অল্প পুঁজিতে হাঁসের খামার দিয়ে বিপাকে পড়েছেন জামালপুরের ইসলামপুর সদর ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামের কয়েকজন খামারি। ঋণের টাকায় খামার দিয়ে ক্ষতির মুখে পড়েছেন তারা।হাঁসের খামার দিয়েছেন ইসলামপুর উপজেলার পাঁচ বাড়িয়া গ্রামের কয়েকজন কৃষক। ভাগ্য বদলানোর আশায় দিনরাত পরিশ্রম করে হাঁসের পরিচর্যা করে যাচ্ছেন খামারিরা। ১ হাজার হাঁসের বাচ্চার পিছনে ওষুধ ও খাদ্যের ব্যয় গড়ে ৭ হাজার টাকা। ৬ মাস পালন করে বিক্রি করতে পারলেই লাভের মুখ দেখবেন খামারীরা, কিন্তু এখন যেন মরার উপর খরার ঘা।বাইরে প্রচন্ড দাবদাহ, তার উপর বৈদ্যুতিক লোডশেডিং, প্রতিদিনই খামার থেকে গড়ে শ’খানেক হাঁসের বাচ্চা মারা যাচ্ছে, এতে হতাশার ছাপ খামারিদের চোখে- মুখে। খামারিরা বলছেন, চড়া সুদে ঋণ নিয়ে হাঁসের খামার করে তারা অনেক ক্ষতির মুখে পড়েছে। জৈষ্ঠ্য মাসের এই দিনে মাঠগুলোতে হাঁটু পানির উপরে থাকে প্রতি বছর, এ বছর অতি খরায় শুকিয়ে গেছে মাঠঘাট। এই গ্রামের দুই খামারির সাফল্য দেখেই বাকিরা আগ্রহ প্রকাশ করেছে হাঁসের খামার করতে, কিন্তু লাভের পরিবর্তে লসের মুখে তারা। এবিষয়ে জানতে চাইলে, ইসলামপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার তোফায়েল আহমদ বলেন, অপরিকল্পিতভাবে গড়ে ওঠা এসব খামারিদের কোন প্রশিক্ষণ নেই, সঠিক সময়ে ওষুধ, ভ্যাকসিন না দেয়ার কারণে ও তীব্র তাপমাত্রার কারণে তাদের হাঁসগুলো এভাবে মারা যাচ্ছে। সরেজমিনে গিয়ে দেখেছি এবং এর যথাযথ ব্যবস্থা নেব।
মন্তব্য