১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
সীতাকুণ্ডে বাস-ট্রাক সংঘর্ষ: খাদে পড়ে শিশুসহ নিহত ৫, আহত অন্তত ২০ জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে জনগণের সাথে তামাশা করা হচ্ছে রাঙ্গুনিয়ায় রাজনীতিবিদদের ভ্রাতৃত্ববোধের বহিঃপ্রকাশ সুনামগঞ্জের বিন্নাকুলি লাউরেগর রাস্তার পাশে সেভ মেশিন দিয়ে বালু উত্তোলন করে মালেক বাহিনী সীতাকুণ্ডে বাস-ট্রাক সংঘর্ষ: খাদে পড়ে শিশুসহ নিহত ৫, আহত অন্তত ২০ শাল্লায় খাদ্যবান্ধব কর্মসূচীর এক ডিলারের বিরুদ্ধে সরকারী জায়গায় ঘর নির্মাণের অভিযোগ যুবলীগ নেতার নিখোঁজ ছেলের লাশ উদ্ধার নদীতে কালীগঞ্জে ছাত্রলীগ ও ক্যাসিনো সম্রাটের নাশকতার পরিকল্পনা বাংলাদেশের নবায়ন যোগ্য জ্বালানি নীতিমালায় বিজলী কৃষি কে অন্তর্ভুক্ত করার দাবীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত সাতকানিয়ায় শুরু হচ্ছে উপজেলা চ্যাম্পিয়নস ফুটবল টুর্নামেন্ট
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • ছিপাতলী দরবারে আজিজিয়া আলীয়া শরীফে আল্লামা আজিজুল হক আল কাদেরী (রঃ)’র ৬ষ্ঠ বার্ষিক ওরস শরীফ অনুষ্ঠিত
  • ছিপাতলী দরবারে আজিজিয়া আলীয়া শরীফে আল্লামা আজিজুল হক আল কাদেরী (রঃ)’র ৬ষ্ঠ বার্ষিক ওরস শরীফ অনুষ্ঠিত

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    আহমদ উল্লাহ চট্টগ্রাম প্রতিনিধি >>> হাটহাজারী ছিফাতলী জামেয়া গাউছিয়া মুঈনিয়া কামিল ( এম.এ) মাদ্রাসা সহ অসংখ্য মসজিদ, মাদ্রাসা, খানকা ও দাতব্য চিকিৎসালয়ের প্রতিষ্ঠাতা, বিভিন্ন বিষয়ে শতাধিক গ্রন্থ প্রণেতা, শাহেন শাহে খেতাবত হযরতুলহাজ্ব আল্লামা মাওলানা মোহাম্মদ আজিজুল হক আল কাদেরী (রঃ)’র ৬ষ্ঠ বার্ষিক ওরশ শরীফ , ছিফাতলী জামেয়া গাউছিয়া মুঈনিয়া কামিল (এম.এ) মাদ্রাসার ৫২ তম সালানা জলসা ও হুজুর কেবলার প্রতিষ্ঠিত পবিত্র ওরছে কূল ২ রা এপ্রিল, ২০২৫ ইংরেজী রোজ বুধবার সকাল ১০ টায় হুজুর কেবলার মাজার শরীফ সংলগ্ন ঐতিহাসিক গাউছিয়া আজিজিয়া শাহী ময়দানে ব্যাপক জাকজমকভাবে অনুষ্ঠিত হয়।আঞ্জুমানে কাদেরীয়া চিশতীয়া আজিজিয়া বাংলাদেশের ব্যবস্থাপনায় ওরশ শরীফ ও সালানা জলসা উপলক্ষে আয়োজিত ৭ দিন ব্যাপির কর্মসূচির প্রধান দিবস ২রা এপ্রিল সকাল ১০:৩০ মিনিটে এসেম্বলির মাধ্যমে শুরু হয়। এরপর ১১ টা হতে বিভিন্ন বিষয়ে সম্মানিত আলোচকগণ তকরির পেশ করেন।দুপুর এবং রাতে দূর দুরান্ত হতে উক্ত প্রতিষ্ঠানের বিভিন্ন শাখা হতে আগত বিভিন্ন মসজিদ, খানকা, দাতব্য প্রতিষ্ঠান এবং আশেক ভক্ত জায়েরীনদের মাঝে উন্মুক্ত তাবারুক পরিবেশন এবং বিতরন করা হয়। সকাল হতে শুরু হওয়া মাহফিলে তকরির পেশ করেন শায়খুল হাদিস,কাজী মুহাম্মদ মঈনুদ্দিন আশরাফী, হযরতুলহাজ্ব আল্লামা আবুল কাশেম নুরী, অধ্যক্ষ মুহাম্মদ জয়নাল আবেদিন জুবাইর, গাজী শফিউল আলম নেজামী, মুফতি অছিয়র রহমান আল কাদেরী, আল্লামা হাসান আল আজহারী, মুফতি গিয়াস উদ্দিন তাহেরী, মুফতি মুহাম্মদ ওসমান গনী সালেহী, অধ্যক্ষ মুহাম্মদ হাসান রেজা আল কাদেরী, অধ্যক্ষ এস এম ফরিদ উদ্দিন।
    বক্তারা বলেন বর্তমান যুগ হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ। মোবাইল, কম্পিউটার, ইন্টারনেট ইত্যাদির মাধ্যমে তথ্য প্রযুক্তির অবারিত সুযোগ সুবিধা আমরা নিচ্ছি। এদেশে একসময় মানুষ পুজা অর্চনার জন্য মন্দির পুরোহিতের কাছে যেত। সেই মানুষগুলোকে টিক্কা ও ধুতির পরিবর্তে টুপি, লুঙ্গি এবং মসজিদ মাদ্রাসামুখী করেছে হক্কানি রাব্বানী পীর মাশায়েখ এবং আল্লাহ তায়ালার নৈকট্যপ্রাপ্ত অলীগন।উক্ত মহতি ওরশ শরীফ এবং সালানা জলসায় ছদারত এবং আখেরাত মুনাজাত পরিচালনা করেন দরবারে কাদেরাীয়া চিশতীয়া আজিজিয়া বাংলাদেশের সাজ্জাদানশীন শাহজাদা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আল কাদেরী।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page