আবদুর রাজ্জাক ।।
কক্সবাজারের রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও খুনিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হক কোম্পানিকে গত ২২ মে রাত আনুমানিক ১২ ঘটিকার সময় একদল সশস্ত্র সন্ত্রাসী তার বাস ভবনে প্রবেশ করে তাকে ষড়যন্ত্র মূলক হত্যা চেষ্টা করার প্রতিবাদে খুনিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ মে) বিকালে ধোয়া পালং স্টেশন চত্বরে খুনিয়া পালাং ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি আবদুর রাজ্জাক সিকদারের সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রামু উপজেলা আওয়ামীলীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও নারী নেত্রী নাজনীন সরওয়ার কাবেরী।উক্ত প্রতিবাদ সভায় খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান ও খুনিয়া পালং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুল হক কোম্পানি গত ২২/০৫/২৩ইং রাত আনুমানিক ১২ ঘটিকার সময় সশস্ত্র সন্ত্রাসীরা কিভাবে তার বাড়ির বাউন্ডারিতে প্রবেশ করে তাকে হত্যা করার পরিকল্পনা করছিল তার বিস্তারিত বিবরণ তুলে ধরেন এবং সিসিটিভি ফুটেজ দেখান।উক্ত প্রতিবাদ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামশুল আলম মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক ও রামু প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক নুর-কবির হেলাল সাংগঠনিক সম্পাদক নুরুল হক চৌধুরী, ইউনুস রানা, প্রচার সম্পাদক আবদুল মালেক সিকদার, খুনিয়া পালং ইউনিয়ন পরিষদের এমইউপি সদস্য যথাক্রমে, হামিদুল হক,মোস্তাক আহাম্মদ সোহেল, কবির আহাম্মদ, গিয়াস উদ্দিন, জানে-আলম বাবু, নুচরত উল্লাহ, বুলবুল আক্তার, ইয়াসির আক্তার, সেলিনা আক্তারসহ রামু উপজেলা ও খুনিয়া পালং ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দরা। সভায় বক্তারা বলেন, চেয়ারম্যান আবদুল হক কোম্পানি ভেসে আসা কোন কচুরিপানা নয় এবং সে একদিনে সৃষ্টি হয়নি। সে তৃণমূল থেকে উঠে আসা একজন জনবান্ধব ও কর্মীবান্ধব নেতা এবং চেয়ারম্যান । তার উপর হামলা কোনভাবে মেনে নেওয়া যায় না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তার উপর হামলাকারীদেরকে গ্রেপ্তার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান। অন্যথায় জনগণকে সাথে নিয়ে উক্ত সন্ত্রাসীদেরকে কঠোর হস্তে দমন করা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।এই ঘটনায় চেয়ারম্যান আবদুল হক কোম্পানি বাদী হয়ে রামু থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নং-১১৮৪/ তারিখ- ২৭/০৫/২০২৩ ইংরেজি।।
মন্তব্য