নিজস্ব প্রতিবেদক
চায়ের দোকানে টেলিভিশন না চালাতে মাইকিং করছেন ময়মনসিংহের ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ মাইন উদ্দিন। এ-সংক্রান্ত ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। ওসির এ প্রচারণার প্রশংসা করছেন অনেকে।বৃহস্পতিবার (১১ মে) থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে ঘুরে হ্যান্ডমাইক নিয়ে প্রচারণা চালাচ্ছেন ওসি মাইন উদ্দিন। পর্যায়ক্রমে উপজেলার ১২ ইউনিয়নে প্রচারণা চালাবেন বলে জানিয়েছেন তিনি।এ বিষয়ে ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন বলেন, ‘চায়ের দোকানগুলোতে সকাল থেকে রাত ১টা থেকে ২টা পর্যন্ত টেলিভিশন চালানোর বিষয়টি অনেকেই আমার কাছে মৌখিক অভিযোগ করছিলেন। অভিযোগ পাওয়ার পর খোঁজখবর নিয়ে চায়ের দোকানে টিভি চালানো বন্ধ করার উদ্যোগ নেই। পরে ১১ মে উপজেলার রামপুর ইউনিয়নে প্রথম প্রচারণা শুরু করি। এখন সাকুয়া, মঠবাড়িয়া ও ত্রিশাল ইউনিয়নে প্রচারণা চালানো হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার ১২ ইউনিয়নে প্রচারণা চালানো হবে।’তিনি বলেন, ‘চায়ের দোকানগুলোতে টেলিভিশন চালানোর কারণে উঠতি বয়সের যুবকসহ বিভিন্ন লোকজন অহেতুক বসে আড্ডা দেন। আইপিএল খেলা দেখার পাশাপাশি যুবকরা অনলাইনে বাজি ধরেন। বাজিতে হেরে টাকার সমস্যা হলে অনেকে বন্ধু বা দোকানদারের কাছ থেকে অধিক সুদে টাকা নিয়ে ঋণগ্রস্ত হন। তারা টাকার জন্য বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েন। পরে টাকার জন্য পরিবারকে চাপ দেন। এতে মা-বাবা বিপাকে পড়েন।’অনেকে চায়ের দোকানে বসে রাত ১টা থেকে ২টা পর্যন্ত আড্ডা দেন। এতে অনেকেই মা, বাবা, স্ত্রী, সন্তানকে সময় দিতে পারেন না। চায়ের দোকানে টেলিভিশন না চললে তারা পরিবারের সদস্যদের সময় দিতে পারবেন। এতে পরিবারে সুখ-শান্তি ফিরে আসবে,’ যোগ করেন ওসি মাইন উদ্দিন।ওসির এমন উদ্যোগকে অনেকে প্রশংসা করেছেন। ওসির মাইকিংয়ের ভিডিও ফেসবুকে শেয়ার দিয়ে মামুনুর রশিদ নামের একজন লিখেছেন, ‘ওসির এমন উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। এতে বর্তমানে সমাজে অশান্ত একটা পরিবেশ বিরাজ করছে, তা কমে আসবে।’পার্শ্ববর্তী উপজেলা ফুলবাড়িয়া উপজেলার বাসিন্দা এমএ কালাম বলেন, ‘চায়ের দোকান থেকে টেলিভিশন সরানো হলে আড্ডা কমে আসবে। আড্ডা কমে গেলে যুবকরা মাদক থেকে সরেআসবেন। ’উপজেলার ধানীখোলা এলাকার হামিমুর রহমান বলেন, ‘ওসির নির্দেশনার পর গভীর রাত পর্যন্ত আড্ডা দেওয়ার অভ্যাস থেকে মানুষ ফিরে আসতে শুরু করেছেন। আড্ডা ছেড়ে তারা পরিবারের সদস্যদের সময় দিচ্ছেন। ওসির এমন উদ্যোগে এলাকায় সাড়া ফেলেছে।’
মন্তব্য