আনোয়ারুল আজিমঃ নোয়াখালী চাটখিল প্রতিনিধি>>> নোয়াখালীর চাটখিল উপজেলায় একটি কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হলো থানা থেকে লুট হওয়া অস্ত্র।মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১ দিকে অস্ত্রটি উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়,মঙ্গলবার অস্ত্র উদ্ধারে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে।এ সময় উপজেলার চাটখিল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর গ্রামের মিছাব বাড়ী সংলগ্ন কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শর্টগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।চাটখিল থানার ওসি মুহাম্মদ ইমদাদুল হক বলেন,চাটখিল থানা পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে ৫ আগস্ট দুষ্কৃতকারীদের আক্রমণে চাটখিল থানা থেকে লুট হওয়া একটি শর্টগান ও এক রাউন্ড সিসা কার্তুজ উদ্ধার করা হয়েছে।অস্ত্র উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।উল্লেখ্য,৫ আগস্ট দুর্বৃত্তরা চাটখিল থানায় আক্রমণ করে অস্ত্রাগার লুট করে নিয়ে যায়।উদ্ধার হওয়া শর্টগানটি সেসময় চাটখিল থানা থেকে লুট হওয়া অস্ত্র বলে পুলিশ নিশ্চিত করেছে।
মন্তব্য