নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম ভয়ানক মাদক ইয়াবার প্রকোপ থেকে বাঁচাতে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে বিরল ভূমিকা রেখেই চলছে চট্টগ্রাম কোতোয়ালি থানা পুলিশ৷তারই ধারাবাহিকতায়।চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে একটি কাভার্ডভ্যানে অভিযান চালিয়ে,৬৫ হাজার পিস ইয়াবাসহ মো. তৈয়মুর রহমান ইমন নামে এক চালকের সহকারীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। উক্ত ঘটনা জড়িত কাভার্ডভ্যানের চালক মো. করিম পালিয়ে যায়।(৩ মে ২০২৪) শুক্রবার বিকেল সাড়ে ৫ ঘটিকার সময় কোতোয়ালি থানার রেলওয়ে পলোগ্রাউন্ড জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে তাকে কাভার্ডভ্যানসহ গ্রেফতার করা হয়েছে।আটককৃত মো.তৈয়বুর রহমান ইমন (২০) কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল হামজার ডেইল এলাকার মো. হোসেন ওরফে মাশু ড্রাইভারের ছেলে।অপরদিকে পলাতক চালক মো. করিম কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পাওয়ার হাউস এলাকার কানা মন্নার বাড়ির মো. নবীর ছেলে।উক্ত বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়েদুল হক গণমাধ্যমকে জানান,গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল সাড়ে পাঁচ ঘটিকার সময় এই কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। পরে তল্লাশি চালিয়ে ওই কাভার্ডভ্যান থেকে ৬৫ হাজার ইয়াবা ট্যাবলেট সহ মো. তৈয়বুর রহমান ইমন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।এ সময় কাভার্ডভ্যানের চালক মো.করিম পালিয়ে গেছে।হেলপার ও চালকের বিরুদ্ধে কোতোয়ালি থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সকল অনিয়মের বিরুদ্ধে কোতোয়ালি থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি৷
মন্তব্য