এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম>>> উত্তর চট্টগ্রামের বারইয়ারহাট পৌরসভা বাজারের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোলঘেঁষা ‘গ্রীণ টাওয়ারের নিচ তলায় অবস্থিত হোটেল গ্রীণ পার্ক রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানি হাউজ’ এর অন্যতম: পরিচালক, পৌরসভা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক, দল নিবেদিত ও পরোপকারী এবং দলীয় নেতা-কর্মীদের অতি প্রিয়ভাজন মোঃ নজরুল ইসলাম লিটন গুরুতর: অসুস্থ্য হয়ে একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।দলীয় ও তার পারিবারিক সূত্র জানায়, হঠাৎ তিনি গতকাল রাতে গুরুতর: ভাবে অসুস্থ্য হয়ে পড়লে তাকে দ্রুত চিকিৎসার জন্য উক্ত প্রাইভেট হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।পরদিন তার হার্টে রিং বসানো হয়।বর্তমানে তিনি পুরোপুরি সুস্থ্যতা বোধ না করলেও কিছু টা ভালোর দিকে রয়েছেন।সূত্র জানায়,বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে উক্ত বিএনপি নেতা নজরুল ইসলাম লিটন রাজপথের আন্দোলনে অগ্রভাগে থাকাবস্থায় সন্ত্রাসী ও পুলিশের হামলায় শারীরিক ভাবে জখম প্রাপ্ত হন।আর সেই থেকে তিনি শারিরীক জটিলতা নিয়েই দলের জন্য বিরামহীন কর্ম পরিচালনা করতে গিয়ে গতকাল রাতে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন।বিএনপি নেতা নজরুল ইসলাম লিটন এর পরিবার ও দলের পক্ষ থেকে দল-মত নির্বীশেষ সবার কাছে তার আশু সুস্থ্যতার জন্য দোয়া চেয়েছেন।
মন্তব্য