নিউজ ডেক্স>>> চকরিয়া মাতামুহুরি সাংগঠনিক থানা শাখায় ২০২৫ ও ২০২৬ সালের জন্য জনাব মাওলানা ফরিদুল আলম সাহেব পুনরায় আমীর নির্বাচিত হওয়ায় অভিনন্দন।বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন একটি সংগঠন যা ন্যায়,আদর্শ এবং শৃঙ্খলার উপর প্রতিষ্ঠিত।এখানে দায়িত্ব প্রাপ্তি কোনো ব্যক্তিগত লড়াই বা আত্মীয়তার ভিত্তিতে নির্ধারিত হয় না;বরং দক্ষতা, আদর্শ এবং কর্মপ্রচেষ্টার মূল্যায়নের ভিত্তিতে নেতৃত্ব প্রদান করা হয়।এই সংগঠনের অন্যতম বৈশিষ্ট্য হলো এর গণতান্ত্রিক মূল্যবোধ।নেতৃত্বের দায়িত্ব পালনে যারা যোগ্য,তাঁদেরকেই সম্মানজনকভাবে নির্বাচিত করা হয়।জনাব মাওলানা ফরিদুল আলম এর নেতৃত্বে চকরিয়া মাতামুহুরি সাংগঠনিক থানা শাখা আগামীতেও দ্বীন প্রতিষ্ঠা ও সমাজসেবায় আরও কার্যকর ভূমিকা পালন করবে বলে চকরিয়া মাতামুহুরী বাসির প্রত্যাশা।আল্লাহ তাআলা তাঁর প্রতি অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের তাওফিক দান করুন।
মন্তব্য