মিঠুন পাল, (পটুয়াখালী) থেকে>>>
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ১১৩ পটুয়াখালী-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এস এম শাহজাদা গলাচিপা উপজেলায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে,আনুষ্ঠানিক ভাবে গলাচিপা শিল্পকলা একাডেমি ও উপজেলা কমপ্লেক্স দীঘির পুকুর পাড়ে শনিবার বিকাল চার টায় গাছের চারা রোপন এবং গরিব পরিবারদের মাঝে নানা প্রজাতির গাছের চারা বিতরন করা হয়।গাছ লাগান জীবন বাঁচান। বৈশ্বিক আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের ফলে অধিক তাপমাত্রা,খড়া, বায়ুর আদ্রতা বৃদ্ধি , বৃক্ষ নিধন সহ মানব সৃষ্টির সকল দূষণ বৃক্ষ নিধনে আজ মানব জাতিকে জীবন যাপনে দুর্বিষহ করে ফেলেছে।পরিবেশের এই বিরূপ প্রভাব ও বাংলাদেশ কে রক্ষায় গলাচিপা উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও বনবিভাগের ব্যবস্থাপনায় এবং পরিবেশ বান্ধব নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল এর সভাপত্ত্বিতে বিশেষ অতিথি হিসাবে উপজেলা চেয়ারম্যান মো: শাহিন, উপজেলা কৃষি অফিসার আরর্জু আক্তার, আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী মো: মজিবুর রহমান, আজিজুর রহমান ববুল ভুইয়া, আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদন মো: আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস ও প্রেসক্লাব সভাপতি মু.খালিদ হোসেন মিলটন এ সময় উপস্থিত ছিলেন। প্রশাসন সূত্রে জানাযায় এ সময়ে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ জহিরুন্নবী, ও শিশু ছবি ঘরের সাধারণ সম্পাদক ও গণমাধ্যম কর্মী মাজারুল ইসলাম মলি, শিশু ছবি ঘরের সাংগঠনিক সম্পাদক ও গনমাধ্যম কর্মী মিঠুন পাল,গণমাধ্যম কর্মী শিশির হাওলাদার, গণমাধ্যমকর্মী হাফিজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বন বিভাগের প্রতিনিধরা উপস্থিত ছিলেন।
মন্তব্য