মুরাদুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি>>> কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলায় নিবিড় হজ্ব কাফেলা শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে৷ হাজী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমানের সভাপতিত্বে রাজীবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজীবপুর উপজেলা বিএনপির সভাপতি মোখলেছুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজীবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ হাই সরকার এসময় আরও বক্তব্য দেন রাজীবপুর সরকারী ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেন,রাজীবপুর জামায়াত নেতা ডাঃ শাহাবউদ্দিন,সহ আরও অনেকে।নিবিড় হজ্ব কাফেলার প্রোপাইটর মোয়াল্লেম ইয়াছিন খান শফিক তার বক্তব্যে বলেন- আমরা হাজীদের নিয়ে যাই শুধু ব্যবসা করার জন্য নয় তারা যাতে সঠিকভাবে হজ্ব পালন করতে পারে সেটাই আমাদের উদ্দেশ্য৷একটি বার তাকে সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ করেন৷জানুয়ারী থেকে এক লক্ষ পাঁচ হাজার টাকা ওমরা হজ্বের ঘোষনা করেন৷মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষনা করা হয়৷
মন্তব্য