কুড়িগ্রাম প্রতিনিধি>>> কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট সেতুর কাজ দ্রুত সমপন্ন করণ,সোনাহাট স্থলবন্দর দিয়ে ইমিগ্রেশন চালু ও স্থলবন্দরে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য পরিশোধের দাবীতে মানব বন্ধন করেছে বৈষম্য বিরোধি এলাকাবাসী।মঙ্গলবার দুপুরে সোনাহাট সেতু এলাকায় স্থলবন্দর সড়কে এ মানব বন্ধন করেন তারা।মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রিয় সংসদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা,সোনাহাট স্থলবন্দর সিএন্ডএফ এ্যাজেন্ড এ্যসেসিয়েশনের আহ্বায়ক আকমল হোসেন,সাবেক ভূরুঙ্গামার উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই মাষ্টার প্রমূখ।মানব বন্ধনে গণ অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ,ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীসহ তিনশতাধিক এলাকাবসী অংশ গ্রহণ করেন।মানব বন্ধন শেষে স্থলবন্দর সড়কে বিক্ষোভ মিছিল করেন তারা।
মন্তব্য