আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি>>> নীলফামারীর কিশোরগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পথসভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।গতকাল সোমবার বিকেলে কেন্দ্রীয় স্টেডিয়ামের সামনে এ পথসভা অনুষ্ঠিত হয়।উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ্ আলম বাবুর সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে দেন,জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী।এতে আরো বক্তব্যে দেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রনি মৃধা,সৈয়দপুর রাজনৈতিক জেলা (বিএনপির)স্বেচ্ছাসেবক দলের সভাপতি এরশাদ হোসেন পাপ্পু,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু সুফিয়ান রোমেল,সাধারণ সম্পাদক মোরশেদ আজম,উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ্ আল মামুন,সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম প্রমুখ।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন,যুবদলের আহ্বায়ক মাহমুদুল হোসেন টিপু,সদস্য সচিব আব্দুস সালাম,কৃষক দলের সভাপতি তৌহিদুর রহমান।এ সময় বক্তাগণ গণতন্ত্র ও বাক স্বাধীনতা হরণকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দুঃশাসনের নানা দিক তুলে ধরার পাশাপাশি আগামীর রাষ্ট্রনায়ক তারেক জিয়ার নেতৃত্বে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন। তারা আরো বলেন,১৬ বছরে বিএনপি-যুবদল-স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের শত শত নেতাকর্মীকে খুন-গুম,হত্যা করা হয়েছে।তবুও আমরা রাজপথ ছাড়ি নাই।গত জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদী হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়ে যান।পথ সভা শেষে শহরের বিভিন্ন স্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেবাশীষ সরকার।
মন্তব্য