আনোয়ার হোসেন কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি>>>নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সরকারি কর্মকর্তা,স্থানীয় সরকার(ইউপি চেয়ারম্যান,মেম্বার)ধর্মীয় নেত্রীবৃন্দ,শিক্ষক,৩২টি গ্রাম উন্নয়ন কমিটির অংশ গ্রহনে শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ বন্ধে করণীয়’ শীর্ষক এক প্রানবন্ত সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২০ফেব্রুয়ারি)সকালে কিশোরগঞ্জ এপি,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে উপজেলা হলরুমে এ সভা করা হয়।ইউএনও এম এম আশিক রেজার সভাপতিত্বে এসময় শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ বন্ধে জনসচেতনতা সৃষ্টি ও আমাদের করণীয় শীর্ষক ভূমিকা তুলে ধরে বক্তব্য দেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূরল আমীন শাহ্,সমাজ সেবা অফিসার জাকির হোসেন,কিশোরগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সরোওয়ার্দী গ্রেনেট বাবু,পুটিমারী ইউপি চেয়ারম্যান আবু সায়েম লিটন,সহ অন্যান্য ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন মাধ্যমিক পর্যায়ের স্কুল-মাদরাসার শিক্ষক,৩২টি গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি,ধর্মীয় নেত্রীবৃন্দ,কিশোরগঞ্জ এপি’র ব্যবস্থাপক পিকিং চাম্বুগং প্রমুখ।সভায় গ্রাম উন্নয়ন কমিটির সভাপতিগন শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ নিরোধে তাদের সুচিন্তিত মতা দেন,উপস্থিত ব্যাক্তিবর্গ তা বাস্তবায়নে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।এসময় তারা আরো বলেন,উপজেলা প্রশাসন,সমাজ সেবা অফিস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশসহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় দিন দিন বাল্যবিবাহের হার উল্লেখযোগ্য হারে কমছে।এভাবে কাজ করলে অল্প দিনের মধ্যে বাল্যবিবাহ শূন্যের কোটায় আনা সম্ভব হবে।তবে আইন করে নয়,জনসচেতনতাই পারে বাল্যবিবাহ প্রতিরোধ করতে।
মন্তব্য