আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধিঃ
আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ ও আধুনিক সোনার বাংলা গড়ার মূল হাতিয়ার।আজকে যারা শিশু,আগামীকাল তারাই বিশ্বের নেতৃত্ব দেবে।তাই শিশুর জন্য নিরাপদ বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে নীলফামারীর কিশোরগঞ্জে শিশু নেতৃত্বে লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধে প্রচারনামূলক সভা ও বাল্য বিয়ে প্রতিরোধে গণ নাটক অনুষ্ঠিত হয়েছে।গত বৃহস্পতিবার (২৫মে)বিকেলে শিশু ও যুব ফোরামের প্রতিনিধিদের অংশগ্রহণ ও আয়োজনে কিশোরগঞ্জ এরিয়া প্রোগ্রাম,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় পানিয়াল পুকুর এম আর এম ক্যাডেট একাডেমিতে এ সভা হয়।এতে উপস্থিত ছিলেন,পানিয়াল পুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক,পানিয়াল পুকুর খোলাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হক,নিতাই পূর্ব ফরুয়া পাড়া গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আজিজুল ইসলাম ও উপদেষ্টা শহিদুল ইসলাম,নিতাই আঁধারে আলো শিশু ফোরামের সভাপতি সোহেল রানাসহ ওই কমিউনিটির শতাধিক কিশোর -কিশোরীর মা প্রমুখ।সভা শেষে বাল্য বিয়ের কুফল তুলে ধরে একটি গণ নাটক মঞ্চায়িত করা হয়।এসময় উপস্থিতিত নেতৃবৃন্দ লিঙ্গ ভিত্তিক সহিংসতা কুফল তুলে ধরে বলেন,আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ।তাই শিশু নেতৃত্ব থেকে শুরু করে সর্বক্ষেত্রে লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সবাইকে সোচ্চার হতে হবে। পাশাপাশি বাল্য বিয়ে,শিশু নির্যাতন প্রতিরোধে নিজেদের দায়িত্ব ও সমাজে পারস্পরিক সম্পর্ক মজবুত করণে সবাইকে একযোগে কাজ করতে হবে।তবে এসব সামাজিক ব্যাধি সমাজ থেকে দূর করা সম্ভব হবে।শিশুরাও সঠিকভাবে বেড়ে উঠবে। যা সুস্থ্য,মেধাবি জাতি গঠনের অন্তরায় হবে।
মন্তব্য