আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে সবুজ(১৪)হত্যাকান্ডে জড়িত সন্দেহে করা মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ এনে বাদীনি সুরজন বেওয়ার বিরুদ্বে সংবাদ সম্মেলন করছেন ভুক্তভোগী পরিবার।সোমবার(২৩ অক্টোবর) সকালে উপজেলার রনচন্ডি ইউপির ডাঙা পাড়া গ্রামের নিজ বাড়ীতে ভুক্তভোগী পরিবার এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।এসময় লিখিত ব্যক্তবে ওই পরিবারের গৃহবধূ জান্নাতি বেগম বলেন্,গত ২০১৫সালের ৭আগষ্ট প্রতিবেশি মৃত্যু আতিকুর রহমান ছেলে সবুজ রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়।পরে ওই রাতে ময়দানের ঘাট বুল্লাই নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।এঘটনায় আতিকুরের স্ত্রী সুরজন বেওয়া বাদী হয়ে আক্রোশ মূলক আমার শশুড় শুকার মামুদ (৫০)ও স্বামী এরশাদ(২১)কে আসামি করে কিশোরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।পরে থানার তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত করেন।এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তদন্তকারী কর্মকর্তা তাদেরকে মামলার দায় হতে অব্যহতির প্রতিবেন আদালতে প্রদান করেন।এ প্রতিবেদনের বিরুদ্ধে বাদীনি নারাজি করলে আদালত ডিবির গোয়েন্দা শাখাকে পুনরায় তদন্তের ভার দিলে তদন্ত সাপেক্ষে অভিযোগ প্রমানিত না হওয়ায় একই প্রতিবেদন দেন।পরবর্তীরে আবার নারাজি করলে সৈয়দপুর সার্কেল ও সিআইডিকে তদন্তভার দেওয়া হয়।একইভাবে অভিযোগ প্রমানিত না হওয়ার প্রতিবেদন দেন।এ ব্যাপারে চতুর্থবার নারাজি করেন।যা বর্তমান পিবিআই কতৃক তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।তিনি আরো বলেন,বাদীনি এভাবে বাব বার আমার শশুড় ও স্বামীকে মিথ্যা মামলায় ফাসানোর চেষ্টা অব্যহত রেখেছেন।পাশাপাশি বাদীনি আমার পরিবারের লোকজনের বিরুদ্ধ পিবিআই তদন্তেকারীর কাছে মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে হয়রানিমূলক কার্যক্রম পরিচালনা করে আসতেছেন। যা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।আমরা অসহায় ও শান্তি প্রিয় পরিবারের মানুষ।তাই সঠিক তদন্ত করে দোষীব্যক্তিদের আইনের আওতায় আনা হউক।
মন্তব্য