আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ>>>
যুব সমাজ দেশের মূল্যবান সম্পদ।জাতির ভবিষ্যৎ কর্ণধার।যুব সমাজের সক্রিয় অংশগ্রহণ ছাড়া জাতীয় উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয়।আর দেশের সরকারের একার পক্ষে এ সমস্যা মোকাবিলা করা সম্ভব নয়।কারণ সম্পদ সীমিত। তাই সরকারের পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্নস্বাবলম্বী করে গড়ে তুলতে মাঠ পর্যায়ে কাজ করছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।এরই ধারাবাহিকতায় নীলফামারীর কিশোরগঞ্জ এপি,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বেকার যুবকদের মাসব্যাপি ইলেকট্রিক এন্ড হাউজওয়েরিং বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করেন।গত ১৪ জুন থেকে উপজেলার জেনিথ আইসিটি সলুশন এন্ড কম্পিউটার ট্রেনিং সেন্টারে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।এতে বিভিন্ন এলাকার ১০জন প্রশিক্ষনার্থী বেকার যুবক অংশগ্রহন করেন।প্রশিক্ষন প্রদান করেন,কারিতাস বাংলাদেশের ইলেকট্রিক প্রশিক্ষক রতন কুমার সেন।এসময় ইলেকট্রিক এন্ড হাউজওয়েরিংসহ রেফ্রিজেটর,ফিটিং বৈদ্যুতিক মোটর পাম্প সংযোগের বিষয়ে কারিগরি প্রশিক্ষন প্রদান করা হয়।প্রশিক্ষনার্থী নিতাই পানিয়াল পুকুর কাচারি পাড়া গ্রামের মামুনর রহমান বলেন,লেখাপড়া করে বেকার জীবন অভিশাপের ও পরিবারের বোঝা।যে বেকার সে বুঝে।দীর্ঘদিন যাবত বাড়িতে অলস সময় কাটাতে হয়েছে।আজ ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণ নিয়ে কর্মের সুযোগ সৃষ্টি হয়েছে।এতে আমি চির কৃতজ্ঞ।সংস্থাটি এলাকার বেকার যুবকদের কর্মমুখী করে গড়ে তুলতে আলোর দিশারি হিসেবে কাজ করছে।তার পাশাপাশি অন্য প্রশিক্ষনার্থীরাও একই কথা বলেন।আয়োজনটি সার্বিকভাবে পরিচালনা করেন,এপির প্রোগ্রাম অফিসার নেলসন সরেন।
মন্তব্য