আনোয়ার হোসেন-কিশোরগঞ্জে (নীলফামারী)প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশ উদযাপন করা হয়েছে।এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন রোববার (২৮মে)সকালে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। ইউএনও নুর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট,উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল,উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবুল,সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ গণি,বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান,উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সাঈদ হোসেন সাবুলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষার্থী প্রমুখ।এসময় বক্তাগণ বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু এবং জুলিও কুরি” শীর্ষক শান্তি পদক প্রাপ্তির প্রসঙ্গ তুলে ধরে বলেন,সাম্রাজ্যবাদ ও ফ্যাসিবাদ বিরোধিতা এবং মানবতা ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করায় বিশ্ব শান্তি পরিষদ ১৯৭৩সালের ২৩মে বাঙালির অবিসংবাদিত নেতা,স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের মহান স্থপতি,সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই পদকে ভূষিত করা হয়।জানা যায়,অনিবার্য কারণবশত গত ২৩ মে পদক প্রাপ্তির ৫০বছর পূর্তি উদযাপন করা সম্ভব হয়নি।
মন্তব্য