আনোয়ার হোসেন, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি >>> নতুন প্রজন্মের প্রথম ভোটাধিকার প্রয়োগে সচেতনতা বৃদ্ধি ও উৎসাহিত করতে নীলফামারীর কিশোরগঞ্জে মক ভোটিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে উপজেলা নাগরিক প্ল্যাটফর্ম (ফেসিং) ও জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা -নাগরিকতাঃ সিভিক এনগেজমেন্ট ফান্ড(CE F) নাগরিক প্লাটফর্মের যৌথ উদ্যোগে মহিলা কলেজে সচেতনতা কার্যক্রম ও আলোচনা মক ভোটিং অনুষ্ঠিত হয়। উপজেলা নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক রেজাউল আলম (স্বপন)এর সভাপতিিত্বে, এসময় নতুন প্রজন্মের প্রথম ভোট সঠিক ও নির্ভুলভাবে প্রদানে নানা দিকনির্দেশনা তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাচন অফিসার তকদির আলী সরকার, বিশেষ অতিথির বক্তব্য দেন, মহিলা কলেজের অধ্যক্ষ মাহফুজার রহমান। এতে জেলা প্রজেক্ট কো-অডিনেটর ও ডেমক্রেসিওয়াচ এর আব্দুল কুদ্দুস সরকারসহ আরো উপস্থিত ছিলেন, উপজেলা নাগরিক প্ল্যাটফর্মের যুগ্ন আহবায়ক রোকসানা আফরোজ সাথী, সদস্য শারমিন রিমা, রেহানা বেগম, রূপালী বেগম, রোসনা বেগম, জামিয়ার রহমান, কবির হোসেন, মোরসালিনা আক্তার, লাইলি কাদের, গোলাম মাওলা ও রতন প্রমুখ। আলোচনা সভা শেষে ওই কলেজের শ্রেণিকক্ষে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্বাচনী কর্মকান্ড অনুষ্ঠিত হয়। এতে নিয়োগকৃত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারগণ সার্বিকভাবে দায়িত্ব পালন করেন। প্রতিকী নির্বাচনে ৪ জন প্রার্থী যথা ক্রমে ঘুড়ি, ঢোল, ব্যাট ও সেলিং ফ্যান মার্কা নিয়ে অংশগ্রহণ করেন। জাল ভোট এড়াতে প্রার্থীদের পক্ষে স্ব স্ব এজেন্ট নিয়োগ করা হয়। গোপনে ভোটাধিকার প্রয়োগে নারী- পুরুষ বুথ স্থাপন করা হয়। পরে উৎসবমুখর পরিবেশে ২টি সারিতে তরুণ তরুণীরা দাঁড়িয়ে একে একে ব্যালট পেপারের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করেন। তার আগে ভোটাদের ভোট সংক্রান্ত যাবতীয় তথ্য যাচাই-বাছাই করে ব্যালট পেপারে স্বাক্ষর নেওয়ার পাশাপাশি হাতের আঙ্গুলে অমোচন কালি প্রদান করে ব্যালট পেপার তুলে দেওয়া হয়। সুষ্ঠুভাবে ভোট গ্রহণে আনসার সদস্য সার্বিকভাবে দায়িত্ব পালন করেন। ভোট গ্রহণ শেষে ব্যালট পেপার গণনার মাধ্যমে ১জনকে বিজয়ী ঘোষণা করা হয়। নতুন প্রজন্মের প্রথম ভোটার তরুণ-তরুণীরা এমন জমকালো ও বর্ণিল আয়োজনে ভোট দিতে পেরে বাঁধভাঙ্গা আনন্দ- উল্লাসে মেতে উঠেন। জানা গেছে, এর মাধ্যমে নতুন প্রজন্মের প্রথম ভোটাররা সঠিক ও নির্ভুল ভাবে তাদের ভোটাধিকার প্রয়োগে দক্ষতা বৃদ্ধি করবে এবং নতুন ভোটার হিসেবে উৎসাহ জোগাবে।











মন্তব্য