‘আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি>>> “কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’”এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী হকের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের ভিডব্লিউবি কার্যক্রমের প্রশিক্ষক রায়হানুল ইসলাম (রায়হান)এর সঞ্চালনায়,এসময় কন্যাশিশুদের সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় নানা দিক তুলে ধরে বক্তব্য দেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন,,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আশরাফুল ইসলাম,এপিসি প্রকল্পের অর্গানাইজার আসাদুজ্জামান,মহিলা বিষয়ক কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণার্থী জারিন তাজনিম শানু প্রমুখ।এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী সন্তোষ কুমার সরকার।
মন্তব্য