আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ,(নীলফামারী)প্রতিনধি>>> হতদরিদ্র পরিবারের উন্নত জীবীকায়ণে বাতিঘর হিসেবে দীর্ঘ দিন ধরে কাজ করছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারো নীলফামারীর কিশোরগঞ্জে হতদরিদ্র পরিবারকে আত্ম-স্বাবলম্বী গড়ে তুলতে বিনামূল্যে ক্ষুদ্র ব্যবসার উপকরণ বিতরণ করা হয়েছে।গতকাল মঙ্গলবার দুপুরে (২৩ এপ্রিল)এরিয়া প্রোগ্রাম,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে উপজেলাস্থ এপি অফিসে এ উপকরণ বিতরণ করা হয়।এসময় ব্যবসা সম্প্রসারণ ও পরিচালনার নানা দিক তুলে ধরে বক্তব্য শেষে সুবিধাভোগীদের হাতে উপকরণ তুলে দেন,উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন,এপি ম্যানেজার পিকিং চাম্বুগং,প্রোগ্রাম অফিসার জেফিরাজ দোলন কুবি,নেলসন সরেন,নিতাই ইউপির গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি সহিদার রহমান প্রমুখ।সংস্থাটি জানায়,হতদরিদ্র পরিবারের ক্ষুদ্র ব্যবসায়ী যাদের মূলধন খুব কম,তাদের মূলধন বৃদ্ধি ও আয় বৃদ্ধি করে তা চলমান রেখে স্বাবলম্বী করার লক্ষে এ উপকরণ বিতরণ করা হয়।যা ১৫জন সুবিধাভোগী ব্যবসায়ীদের জন প্রতি ১৫হাজার টাকার বিভিন্ন উপকরণের মধ্যে চাল,ডাল, চিনি,তেল,আটা প্রদান করা হয়।এর অনুকূলে মোট ব্যয় ধরা হয় ২লাখ ২৫হাজার টাকা।
মন্তব্য