আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি>>> কৃষিতে ফসল চাষে রাসায়নিক সার ও মাত্রারিক্ত কীটনাশক ব্যবহারে মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে।বাড়ছে উৎপাদন ব্যয়ও।পাশাপাশি মাত্রারিক্ত কীটনাশক ব্যবহারে মাটি,পানি,বায়ু দূষিত হচ্ছে।এতে পরিবেশ ও প্রকৃতির মৃত্যু ঘটছে।এ থেকে উত্তোরণে নীলফামারীর কিশোরগঞ্জে ইকো-ভিলেজ ডিজাইন শিক্ষা বিষয়ক ৩ দিনের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।গত ২২থেকে ২৪ এপ্রিল কিশোরগঞ্জ এরিয়া প্রোগ্রাম,ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে পুটিমারী ইউনিয়নের বকসি পাড়া গ্রামে এ প্রশিক্ষণ প্রদান করা হয়।এতে ইকো-ভিলেজের ২৫ জন সদস্য অংশ গ্রহন করেন।প্রশিক্ষণ দেন, উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম,উপ-সহকারী কৃষি কর্মকর্তা আখতারুজ্জামান,এপি’র সিনিয়র প্রোগ্রাম অফিসার নেলসন সরেন,ইকো-ভিলেজের প্রশিক্ষক সুরাইয়া আক্তার শিলা প্রমুখ।এসময় অংশ গ্রহনকারীদে মাঝে মাটির গুনাগুন পরিক্ষা,বাড়ির বর্জ্য ব্যবস্থাপনা শক্তিশালী করণ,জৈব বালাই দমন ও জৈব সার ব্যবস্থাপনায় বসতবাড়ির আশপাশে বিষমুক্ত শাক-সবজি,ফল-ফলাদি উৎপাদন,বেইজ বেড,চৌকা পাঠালি,ঝুলন্ত বাগান,বস্তা পদ্ধতিতে সবজি ও আদা চাষ,গোলকমপোষ্ট,ভার্মিকমপোষ্ট সার তৈরি ও ব্যবহার,মাছের টনিক তৈরির পদ্ধতিসহ উল্লেখিত বিষয়সমুহ মাঠ পর্যায়ে প্রদর্শনীর মাধ্যমে কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হয়।যা এর মাধ্যমে পরিবার গুলো যাবতীয় বিষমুক্ত ও নিরাপদ সবজি উৎপাদন করে পারিবারিক পুষ্টির চাহিদা পুরণের পাশাপাশি বিক্রি করে বাড়তি আয়ও করতে পারবেন।
মন্তব্য