কলমাকান্দা(নেত্রকোণা )প্রতিনিধি>>> নেত্রকোনার কলমাকান্দা উপজেলা সদরের পাচুরা এলাকায় যৌথ বাহিনীর চেকপোস্টের অভিযানে মাদক সেবন ও আমদানি নিষিদ্ধ ভারতীয় দুই বোতল মদ রাখার অপরাধে দুইজনকে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড ও দুইশত টাকা করে মোট ৪০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।এছাড়াও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।দণ্ডপ্রাপ্ত আসামীদেরকে নেত্রকোনা জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে।বৃহস্পতিবার (১৪নভেম্বর ) রাতে পাঁচুরা এলাকায় এই দণ্ড দেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইজুল ওয়াসীমা নাহাত।দণ্ডপ্রাপ্তরা হলো খালেকুজ্জান( ২৫) সে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার বীর আহাম্মদ পুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।একই এলাকার সাইদুল ইসলাম( ২৮)ওয়াজেদ আলীর ছেলে।৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কোম্পানি কমান্ডার ও কলমাকান্দা সেনা ক্যাম্পের দায়িত্বরত সেনা কর্মকর্তা মেজর নাজমুজ সাকিব জানান বৃহস্পতিবার রাতে কলমাকান্দা উপজেলা সদরের পাচুরা এলাকায় সেনাবাহিনীর সার্জেন্ট নাসির এর নেতৃত্বে চেকপোষ্টে যৌথ অভিযানে দুইজনকে ভারতীয় মদ ও একটি মোটরসাইকেল সহ তাদেরকে গ্রেফতার করা হয়।পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে তিন দিবিনাশ্রম কারাদন্ড ও দুইশত টাকা করে দুইজনকে চারশত টাকা অর্থদণ্ড দেন।কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন বৃহস্পতিবার রাতেই নেত্রকোনা জেলা কারাগারে দণ্ডপ্রাপ্তদেরকে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য