কলমে ঃ মোঃ আতিয়ার রহমান
তারিখ ঃ ০৭-৭-২৩
কি লিখবো তোমায় আমি
বলো নাকো তুমি
তোমার পাশে বসে আমি
দেবো সদা চুমি।
কভু আমায় বুঝোনা ভুল
ওগো আমার নাথ
সারাটি জীবন কাটাতে চাই
আমি তোমার সাথ।
তোমার জন্য স্রষ্টা বুঝি
সৃষ্টি করছে আমায়
জীবন উজাড় করে আমি
বাসবো ভালো তোমায়।
নতুন ধরা সৃজিব মোরা
মন খুশিতে রবো
তোমার দেয়া মুচকি হাসিতে
আমি খুশি হবো।
বাঁচার জন্য যেটা দরকার
খুব বেশিতো নয়
কভু যেনো আসেনা মনে
তোমায় হারনো ভয়।
যেখানেই তুমি রবে ওগো
আমি রবো সাথে
আমরা দু’জন হাঁটবো সদা
রেখে হাত হাতে।
মন্তব্য