কলমে:প্রিয়াংকা নিয়োগী,পুন্ডীবাড়ী,ভারত >>>
___________________
রৌদ্র ফাগুনের নিয়তিড় ভীড়ে,
লড়াই চলে মনে চাবুকের সাথে,
হাত ধরে ছাড়ে সময়ের হালে,
ভনিতায় ব্যাপক সাড়া ফেলে,
প্রকৃত যোদ্ধা মুখোশ টেনে ছিড়ে।
তুমি যেমন তোমাকে তেমনভাবে
পছন্দ করবে,
ভুলগুলোকে শুধরে,
রং তুলিতে জীবনকে রঙিন করবে,
শুধুই দেখাবে ভবিষ্যতের ইতিবাচক।
মন্তব্য