কলমে মাহফুজা জামান >>>
রক্তে ভেজা ইতিহাস
বর্নমালার চোখে,
বাহান্নোর ভাষার দাবি
শহীদের শোকে!
রক্তাক্ষরে লিখে গেছেন
বাংলাভাষা চাই,
মাতৃভাষার অধিকারটা
এমনি করে পাই।
রাজপথে হলো মিছিল
হলো বিদ্রোহ!
সেদিন রক্তের ইতিহাস
ছিলো ভয়াবহ!
নেমেছিলো জনগণ সব
রাজপথ ধরে,
ভাষা ফিরে পেয়েছিলো
তাই ঘরেঘরে।
সাতরঙ মিলেমিশে হলো
একরঙে লাল,
ভাষার দাবি বর্ণমালাতে
লেখা অনর্গল।
এই রাষ্ট্রভাষা বাংলা চাই
মুখের শ্লোগান,
পাক হায়েনার উর্দু ভাষা
হয়েছিলো ম্লান।
স্বাধীনতার জয়ের চিহ্ন
ঐ শহিদ মিনারে,
বিজষের এ স্মৃতিসৌধে
যুদ্ধথামে কিনারে।
রক্তেরাঙানো ফেব্রুয়ারি
ভুলিতে না পারি!
সেদিন ছেলেহারা মায়ের
শতো আহাজারি!
কতোনা ভাইহারা বোনের
অশ্রুভেজা চোখ,
দিনটা এলে এখনো কাঁদে
পথে নামে শোক!
জায়নামাজে বাবা বসেন
করেন মোনাজাত,
দাবানল জ্বলেওঠা চোখে
কান্নার প্রপাত।।
মন্তব্য