কলমে রিতুনুর >>>>
০৮/০৭/২০২৩ ইংরেজি
গ্রাম আমার ভালো লাগে
ভালো লাগে কাদামাটি ছানতে,
ইচ্ছে করে গাঙের জল থেকে
ছোট মাছ ধরে আনতে।
ইচ্ছে করে কলমি লতার
ফুল তুলতে,
ইচ্ছে করে শহরের কথা চিরতরে ভুলতে।
এত সুন্দর দেশ মোদের,
সবুজের আল্পনায় আঁকা
সকাল বিকাল গাছের ডালে,
কাক করে কাকা।
বুলবুলি লেজ উঁচিয়ে
ফুড়ুৎ ফাড়ুৎ করে,
মাছরাঙা টুপ করে টাকি মাছ ধরে।
আষাঢ় মাসে বৃষ্টি হলে
পানি থৈথৈ,
এমন দৃশ্য দেখে ঘরে কেমন করে রই।
রাতের অন্ধকারে,
জোনাকি পোকা যখন জ্বলে নিভে।
চাঁদ তারা তখনি হঠাৎ
আলো জ্বেলে দিবে,
এইতো বাংলাদেশের গর্বিত রূপ
দেখতে ভালোবাসি খুব।
মন্তব্য