কলমে নাজিয়া আফরিন >>>
…………………………..
মেয়েটির দম ছিলো গো দম
রাগ হতো যে কম কম।
সে আকঁতো হরদম
মেয়েটির দম ছিলো গো দম।
মেয়েটি বাসতো ভালো কদম
খোঁপায় গুঁজতো কত রকম
প্রিয় ছিলো হলুদ বসন
মেয়েটির দম ছিলো গো দম।
সে হাসতো অবিরাম
আর গাইতো যে গুণগুণ
মেয়েটির ফুরফুরা এক মন
মেয়েটির দম ছিলো গো দম।
একদিন কাঁদছিলো এক ধ্যান
কেন করছিলো মন নরম ?
কি দুঃখ ছিলো গোপন ?
মেয়েটির দম ছিলো গো দম
হঠ্যাৎ- ই জ্বর ভীষণ
শুধুই কাঁদছিলো একমন
কি দুখেতে অন্তর জখম
মেয়েটির দম ছিলো গো দম
সুবহে সাদিক বাসন্তী রং
মেয়েটির আকাশ ওড়ার ক্ষণ
ভাসলো সবার দু’নয়ন
মেয়েটির দম নাই আর দম।
মন্তব্য