কলমে ঃ-নাজিম উদ্দিন >>>
তংঃ-০৩/০৬/২০২৩ খ্রিষ্টাব্দ।
ভেঙ্গে দাও গুড়িয়ে দাও
যত বিদ্যাশ্রম,
তৈরি করো সবখানে
আনন্দ আশ্রম।
দেখতে চাই না পিতাপাতার
করুন আজহারীর,
সব বৃদ্ধ পিতা-মাতার
ঝরবে আনন্দবারি।
যত আছে ছেলে মেয়ে
করি আজ পণ,
মুছবো তাদের চোখের জল
চাইনা তাদের ধন।
পিতা মাতার কষ্টগুলো
বুঝতে যেন পারি,
করবো সেবা তাদের সবাই
হবো না জাহান্নামের খড়
মন্তব্য